Sunday, September 8, 2024
HomeHEALTH & FITNESSদেজা ভু আসলে কী, কেন অপরিচিত বিষয় মাঝে মাঝে পরিচিত মনে হয়?

দেজা ভু আসলে কী, কেন অপরিচিত বিষয় মাঝে মাঝে পরিচিত মনে হয়?

দেজা ভু: ধরুন আপনি কোন কক্ষে গেলেন, আর আপনার হঠাৎ করে মনে হল যে, আপনি সেখানে এর আগেও গেছেন। কিন্তু আপনি ভালো করেই জানেন যে,সেটি সম্ভব নয়। এই অনুভূতি যেমন চট করে এসেছিল, ঠিক তেমনি আবার চট করে চলেও গেল। একই রকম হতে পারে কোন ঘটনার ক্ষেত্রেও। এই যে, যে অনুভূতি যে আপনি সেখানে আগে গিয়েছিলেন এবং আগেই সেটা করেছেন, এটাকে বলা হয় দেজা ভু। বাংলায় এক শব্দে এই অনুভূতি প্রকাশ করা কঠিন। কিন্তু দেজাভু আসলে কেন হয়? কখন আমরা এরকম অনুভূতির মুখোমুখি হয়? সেটা দেখা যেতে পারে।

দেজা ভু কীঃ

এমিল বোর্যাক নামের একজন প্যারাসাইকোলজিস্ট দেজা ভু শব্দটি প্রথম ব্যবহার করেন। 1876 সালে তিনি ফরাসি যোর্নাল ফিলোসফি কে একটি চিঠি লেখেন। সেখানে তিনি এই আগে যেন দেখেছি এই অনুভূতির বর্ণনা করেছিলেন দেজাভু শব্দটি দিয়ে। বহুদিন পর্যন্ত দেজাভু কে একটি প্যারানরমাল বা অস্বাভাবিক অভিজ্ঞতা বলে মনে করা হতো। গবেষণা অনুযায়ী, আমাদের মধ্যে দুই তৃতীয়াংশ মানুষ জীবনে একবার হলেও এই অভিজ্ঞতা লাভ করে বাঁ দেজা ভু দেখে থাকেন।

বেড়াতে গেলে দেজা ভু হয়ঃ

সাধারনত কোন জায়গায় বেড়াতে গেলে আমরা দেজাভ্যুর মত অনুভূতির মুখোমুখি হয়ে থাকি। দেজা ভু গবেষক ক্রিসলিন এর মতে, যখন আমরা একেবারে নতুন কোন জায়গা বা অভিনব কোন অভিজ্ঞতার মুখোমুখি হই, তখনই এই অনুভূতিটা সবচেয়ে প্রবল হয়। তার মতে একেবারে অপরিচিত জায়গায় গিয়ে যখন আমাদের জায়গাটা চেনা বলে মনে হতে থাকে, আবার এটাও জানি যে, সেখানে আমরা আগে কখনো যাইনি, তখন এই দুয়ের মধ্যে একটা বিরাট দ্বন্দ তৈরি হয়। গবেষণায় দেখা গেছে, মানুষ যত বেশি ভ্রমণ করে ততো বেশি দেজাভ্যুর অনুভূতি হয়।

তরুণ বয়সীদের বেশি দেজা ভু হয়ঃ

যখন আপনার বয়স কম থাকে, তখন আপনার অনেক বেশি ঘন ঘন দেজাভু হয়। তবে সাধারনত মাসে একবারের বেশি নয়। যখন আপনার বয়স 40 বা পঞ্চাশের কোঠায়, তখন ব্যবহার কমে আসে। আর বয়স যদি ৬০ পেরিয়ে যায়, আপনার যদি তখন বছরে একবারও দেজা ভু হয় তাহলে আপনাকে সৌভাগ্যবানই বলতে হবে।

অনেক মানুষের দিনভর দেজা ভু হয়ঃ

বেশিরভাগ মানুষের জন্য এই দেজাভু হচ্ছে এক বিরল এবং খুবই ক্ষণস্থায়ী একটি মুহূর্তের অভিজ্ঞতা। তবে এমন বিরল ঘটনাও আছে, যেখানে কোন কোন মানুষের জন্য এই দেজাভু এক মারাত্মক সমস্যা। অনেকে দীর্ঘসময়ের জন্য দেজা ভু এর মুখোমুখি হয়ে থাকেন। তাদের দেজাভু হয় সারাদিন ধরে। তবে ঘন ঘন দেজাভু সঙ্গে সম্পর্ক আছে বিরল এক ধরনের এপিলেপসি বা মৃগী রোগের। এটিকে বলা হয় টেম্পোরাল লোপ এপিলেপসি। এরকম হলে সেক্ষেত্রে চিকিৎসা নিতে হবে।

দেজা ভু কেন ঘটে?

দেজা ভু কী

যারা নিয়মিত এবং প্রবল দেজাভু মুখোমুখি হন, তাদের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এর সম্ভাব্য কারণ বুঝতে পেরেছেন.।বিজ্ঞানীদের ধারণা, আমাদের এই ভেজা ভোর অনুভূতির জন্য দায়ী হচ্ছে মস্তিষ্কের একটি অংশ। যার নাম টেম্পোরাল লোব। মস্তিষ্কের এ অংশটির কোন সার্কিট যখন কোনো স্মৃতির সংকেত দেয়, যেটা আসলে তখন দেয়ার কথা নয়, তখনই ঘটে দেজাভু। এটাই আমাদের মধ্যে কোনো স্থান বা অভিজ্ঞতা সম্পর্কে বিভ্রম তৈরি করে। মনে হয় কোথায় যেন দেখেছি আগে। তবে এ নিয়ে আরো নানা তথ্য আছে। যেমন কারো কারো মতে দুটি সমান্তরাল মহাবিশ্বের অর্থাৎ প্যারালাল ইউনিভার্স এর সংঘাতে দেজাভু হয়। আবার কেউ কেউ এটিকে পুনর্জন্মের তথ্য দিয়ে ব্যাখ্যা করতে চান।

মস্তিষ্কের “তথ্য যাচাই ব্যবস্থা” আমাদের ফিরিয়ে আনে বাস্তব জগতেঃ

বিজ্ঞানীদের ধারণা, আমাদের মস্তিষ্কের দ্বিতীয় একটি ব্যবস্থা সক্রিয়, যেটি আসলে ‘টেম্পোরাল লোব’ কি ঘটছে, তার ওপর নজর রাখে।এটাকে বর্ণনা করা হচ্ছে, এক ধরনের তথ্য যাচাই ব্যবস্থা হিসেবে। দেজা ভু হওয়ার পর যখন আমরা বিভ্রান্তিতে ভুগি তখন মস্তিষ্কের এই অংশটি সে বিভ্রান্তি কাটিয়ে উঠতে সাহায্য করে।

আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি ভবিষ্যৎ দ্রষ্টাঃ

আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি ভবিষ্যৎ দ্রষ্টাঃ

খুব প্রবল কোন দেজাভুর সময় আপনার হয়তো এমন মনে হতে পারে, যে ভবিষ্যতে কি ঘটবে তা আপনি বলে দিতে পারেন। গবেষকরা বলছেন, আমাদের মস্তিষ্ক আসলে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দিতে সাহায্য করে। তিনি বলেছেন, আমাদের স্মৃতি থাকে এই কারণে। একই ভুল আমরা যাতে বারবার না করি এবং কি ঘটতে যাচ্ছে সেটা যেন আমরা আচ করতে পারি। কাজেই যখন আপনার দেজাভু সময় মস্তিষ্কের আরো অনেক অংশে এর প্রভাব পড়ে তখন এটি আপনার আবেগকে স্পর্শ করতে পারে। আপনার স্মৃতিতে জমা ছবি এরকম একটা ধারণা আপনাকে দিতে পারে, যে আপনি জানেন এরপরে কি ঘটতে চলেছে।

দেজা ভুর বিপরীত অনিভূতির নাম জ্যামেভুঃ

অনেক সময় পরিচিত কোন কিছু দেখেও আমাদের অদ্ভুত অনুভূতি হয়। এটাকে বলা হয় জ্যামেভ্যু।পরিচিত কোন মানুষের চেহারা দেখে আপনার এরকমটা মনে হতে পারে। আপনার মনে হতে পারে যে, ওই লোকটি আপনার অপরিচিত। এছাড়া শব্দের ক্ষেত্রেও এটা হতে পারে। কোন শব্দ শুনে হয়তো মনে হতে পারে, যে ওই শব্দটি আপনি আগে কখনো শোনেননি।

প্রেসক্যু ভুঃ

প্রেসক্যু ভু অর্থ হলো প্রায় দেখা কোন কিছু। এটি কোন ঘটনা উপলব্ধি করার প্রান্তে থাকার অনুভূতি। যেমন কোনো স্মৃতি মনে করা বা আগের কোন ঘটনা মনে করা।

দেজা এতেঁন্দুঃ

দেজা এতেন্দু বলতে বোঝায় যে, আপনি আগেই শুনেছেন। এতপ কোন কথা বা গানের কোন লাইন শুনলে মনে হবে, যে সেগুলো আপনি আগেই শুনেছেন এবং সে বিষয়ে আপনি মোটামুটি নিশ্চিত হয়ে থাকবে। ধরনের নানা বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular