Recent Live

দিল্লি বিমানবন্দরে ইন্ডিগো যাত্রীর হার্ট অ্যাটাক, এভাবে প্রাণ বাঁচাল চিকিৎসক

শুক্রবার বিকেলে দিল্লি বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইন্সের এক যাত্রী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। যাত্রী কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান। তা দেখে বিমানবন্দরে উপস্থিত অন্যান্য যাত্রী এবং ইন্ডিগো এয়ারলাইন্সের ক্রু সদস্যরা সঙ্গে সঙ্গে ওই যাত্রীর কাছে পৌঁছে যান। এসময় সেখানে উপস্থিত এক যাত্রী, যিনি পেশায় একজন চিকিৎসক, তিনি সিপিআর দিতে থাকেন। প্রায় পাঁচ মিনিট সিপিআর দেওয়ার পর মাটিতে পড়ে থাকা যাত্রীর চোখ খুলে যায়। তা দেখে সেখানে উপস্থিত লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ইন্ডিগো এয়ারলাইন্সের ক্রু সদস্য অবিলম্বে মেডিকেল টিমকে ডেকে যাত্রীকে হাসপাতালে পাঠান।

দিল্লি বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত যাত্রী।

ঘটনাটি ঘটেছে দিল্লি বিমানবন্দর টার্মিনাল-২-এর ৩৪ নম্বর গেটে। রায়পুর যাওয়ার জন্য ইন্ডিগো বিমানবন্দরের ফ্লাইট ধরতে দিল্লি বিমানবন্দরে এসেছিলেন এক যাত্রী। যখন তিনি টার্মিনাল 2 এর 34 নম্বর গেটে পৌঁছান, তখন হঠাৎ তার হার্ট অ্যাটাক হয়। তার শরীর দ্রুত কাঁপতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন। এসব দেখে সেখানে উপস্থিত লোকজন হতবাক হয়ে যায়।

সিপিআর দিয়ে জীবন বাঁচিয়েছেন চিকিৎসক

দিল্লি বিমানবন্দরে ইন্ডিগো যাত্রীর হার্ট অ্যাটাক, এভাবে প্রাণ বাঁচাল চিকিৎসক

বিমানবন্দরে উপস্থিত ইন্ডিগো এয়ারলাইন্সের যাত্রী ও ক্রু সদস্যরা সঙ্গে সঙ্গে ওই যাত্রীর কাছে পৌঁছে যান। ৩৪ নম্বর গেটে উপস্থিত ওই যাত্রী, যিনি পেশায় একজন চিকিৎসক, সঙ্গে সঙ্গে অচেতন যাত্রীকে সিপিআর দেওয়া শুরু করেন। ডাক্তার প্রায় পাঁচ মিনিটের জন্য সিপিআর দিয়েছিলেন, তারপরে যাত্রীর চোখ খুলে যায়। ইন্ডিগো এয়ারলাইন্সের ক্রু সদস্য অবিলম্বে মেডিকেল টিমকে ডেকে যাত্রীকে হাসপাতালে পাঠান।

যখন এক যাত্রীর জীবন বাঁচান সিআইএসএফ জওয়ান

চলতি বছরের আগস্ট মাসেও দিল্লি বিমানবন্দরে এক যাত্রীর হার্ট অ্যাটাক হয়েছিল। তারপর সেখানে কর্তব্যরত একজন সিআইএসএফ জওয়ান সিপিআর দিয়ে যাত্রীর জীবন বাঁচান। 20 আগস্ট আগমন ফোরকোর্ট এলাকায় এই ঘটনা ঘটে। শ্রীনগরগামী ইন্ডিগো এয়ারলাইন্সের যাত্রী আরশাদ আইয়ুব বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে নিচে পড়ে যান। আরশাদ আইয়ুবকে পড়ে যেতে দেখে সিআইএসএফ জওয়ান সঙ্গে সঙ্গে তাঁর কাছে পৌঁছে সিপিআর দিতে শুরু করেন। তবে মেদান্ত হাসপাতালের চিকিৎসকরাও সেখানে উপস্থিত ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ওই যাত্রীর চিকিৎসা করেন।

Exit mobile version